দেশজুড়ে

মির্জাপুরে ১০ টাকার শতাধিক চালের বস্তা জব্দ

১০ টাকা কেজি দরের শতাধিক বস্তা চাল পাচারকালে জব্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিকেও আটক করা হয়।মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাচার কাজে সম্পৃক্ত কাউকে এখনো আটক করা যায়নি। তবে শতাধিক চালের বস্তা জব্দ করা হয়েছে। আরিফ উর রহমান টগর/এএম