নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতন প্রতিরোধে আলোর মিছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পথনাটক ও সমাবেশের আয়োজন করেছে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। আলোর মিছিলে ইউনিয়ন পরিষদের নারী সদস্য, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। এছাড়া সমাবেশে এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, ঘরণি, প্রাণ, প্রথম আলো বন্ধুসভা, রেডক্রিসেন্ট ইয়ূথ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, এসো গড়ি, বাপসাসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। সমাবেশে বক্তব্য রাখেন সুশাসন ও মানবাধিকার সুরক্ষা কমিটির সভাপতি আবদুল জলিল চেয়ারম্যান, ইউপি নারী সদস্য রওশন আক্তার লাকী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শিরিণ আক্তার, নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার আহ্বায়ক মোল্লা হাবিবুর রাছুল মামুন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি গোলাম আকবর প্রমুখ।বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধ করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। নারীদের শিক্ষিত করে তোলার পাশাপাশি বিভিন্ন পেশায় সম্পৃক্ত করতে হবে। যাতে তারা অর্থনৈতিকভাবেও এগিয়ে যায়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভারতের মতো নারীদের জন্য ‘অভয়া’ তহবিল গঠন করা যেতে পারে। মিজানুর রহমান/এএম