আগামী ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। এ পর্যন্ত দলীয়ভাবে প্রার্থী হতে ৮ জন প্রার্থীতার আবেদন করেছেন।আবেদনকারীরা দলের কেন্দ্রীয় সভাপতি বরাবর এ আবেদন করেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। এছাড়া জাতীয় পার্টিও জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আটজন প্রার্থী আবেদন করেন। তারা হলেন, শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মাস্টার মজিবর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সি, আওয়ামী লীগ নেতা এমএম আনিছ উদ্দিন মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাবক উপ কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ এবং ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে দলীয় কোন সিদ্ধান্ত দেয়নি। জেলা বিএনপি এ নির্বাচনে অংগ্রহণ না করার সম্ভাবনাই বেশি।আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে জানান, দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেন, যাকেই দল থেকে মনোনয়ন দেয়া হয় আমি তার পক্ষেই কাজ করবো। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। মো. ছগির হোসেন/এএম