দেশজুড়ে

দুই ডাকাত দলের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দিতে দুই ডাকাত দলের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা ডাকাত দলের সদস্য ও নিজেদের মধ্যে গুলি বিনিময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। অতঃপর স্থানীয়দের সহযোগিতায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, কিছুসংখ্যক গুলি ও কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এসএম তরুণ/এফএ/পিআর