শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জহুরুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাব-১৪, জামালপুরের ক্রাইম প্রিভেনশন ইউনিট-১ গাজীপুর জেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার জহিরুল নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মতিউর রহমান ওরফে আব্দুল মতিন মাস্টারের ছেলে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং স্কোয়ার্ড কমান্ডার এএসপি সমীর সরকার অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানার ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেন। গত ১২ নভেম্বর জহিরুল প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৫ নভেম্বর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো। নালিতাবাড়ী থানায় জহিরুলকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।হাকিম বাবুল/এফএ/পিআর