দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। দুটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী  বিজয়ী হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি- নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান আলী ও মামুন আখতার, সাধারণ সম্পাদক মহ. শামশুজ্জোহা , যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য নাসির উদ্দিন (৩), আনারুল হক, সুজা উদ্দীন, শামসুল আরেফীন, আবু তালেব, নাসিম উদ্দীন ও আবু তালেব বিশ্বাস।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন- মাসুদ পারভেজ রাসেল ও শাহ জামাল।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহা. শামসুজ্জোহা জানান, বারের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে  কাজ করা হবে। সালাউদ্দীন কাজল/আরএআর/এমএস