দেশজুড়ে

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

ঝালকাঠি জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রশাসক সরদার মো. শাহ আলম। শুক্রবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা করা হয়।চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্ত সরদার মো. শাহ আলম তার প্রতিক্রিয়ায় জানান, আমাদের ঝালকাঠির অভিভাবক এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। রূপকল্প ২০২১ বাস্তবায়নে জেলা পরিষদ তার যথাযথ দায়িত্ব পালন করতে পারি সেজন্য তিনি জেলাবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন। দল থেকে সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির এবং যুগ্ম-সম্পাদক সাবেক মেয়র আবজাল হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।অ্যাড. খান সাইফুল্লাহ পনির তার প্রতিক্রিয়ায় জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগীতা করবেন।জেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান পদটির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হয়েছে। সদস্য পদের ২০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলের জেলা কমিটি। তবে জাতীয় পার্টি, বিএনপি বা অন্য কোনো দল এ নির্বাচনে প্রার্থী দেবে কিনা এখনো পর্যন্ত তা জানা যায়নি।প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪৫৩ জন।আতিকুর রহমান/এআরএ/এমএস