শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার। শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভায় জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়।মনোনয়ন পাওয়ার পর ছাবেদুর রহমান খোকা শিকদার বলেন, দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা করা হবে।তিনি জানান, চেয়ারম্যান পদটি কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হয়েছে। সদস্য পদের ২০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলের জেলা কমিটি। তবে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। এছাড়া জাতীয় পার্টিও জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে দল কোনো সিদ্ধান্ত দেয়নি। জেলা বিএনপি এ নির্বাচনে অংগ্রহণ না করার সম্ভাবনই বেশি।উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলাকে ১৫টি সাধারণ ওয়ার্ড এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করা হয়েছে। যার মোট ভোটার ৯৪১ জন। ছগির হোসেন/আরএআর/এমএস