মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে জেলা নাগরিক কমিটি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতকর্মীরা অংশ নেয়। পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. মো. বজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুল্লাহ্, উপদেষ্টা অ্যাড. এ. কে শামছুদ্দিন, অ্যাড. মিন্টু ভৌমিক, সহ-সভাপতি আলহাজ ইসকান্দর মির্জা, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন প্রমুখ।প্রতিবাদ সভায় বক্তারা মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিমর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুসলিম গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টির জন্য দাবি জানান।আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি