দেশজুড়ে

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বরগুনায় সমাবেশ

মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাথরঘাটার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার তীব্র প্রতিবাদ এবং দ্রুত এই অমানবিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন উলামায়ে আহনাফের সভাপতি মাওলানা আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক ও পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের খতিব এইচ এম গোলাম কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান হাওলাদার, ডেপুটি কমান্ডার আলহাজ এম এ খালেক প্রমুখ।সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি