দেশজুড়ে

আখেরি মোনাজাতে শেষ হলো বগুড়ার ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে বগুড়ার তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি সমৃদ্ধি ও রহমত কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমায় কয়েক লাখ মুসল্লির ঢল নামে। শনিবার বেলা ১২টা থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত চলে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক। মোনাজাতে অংশ নিতে সকাল থেকে হেঁটে বা অন্য উপায়ে ইজতেমাস্থলে আসেন অনেক মুসল্লি। বেলা ১১টা নাগাদ ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা স্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি বগুড়া-রংপুর মহাসড়কে এবং আশেপাশের রাস্তায় অবস্থান নেন। আখেরি মোনাজাত শেষে গন্তব্যে রওনা দেন তারা। ছুটির দিন হওয়ায় মোনাজাতের আগেই শহর ফাঁকা হয়ে যায়।তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় বগুড়ার ঝোপগাড়ি এলাকায় বিশাল প্যান্ডেলে গত বৃহস্পতিবার তিনদিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা দেশের মুসল্লিরা অংশ নেন। ইজতেমায় তাওহীদ, রিসালাত, দাওয়াত, সালাত, জিকিরসহ ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান হয়। তিনদিন ধরে মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে এসব বয়ান শোনেন।শনিবার ফজর নামাজ পড়ে বয়ান শুরু করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মালেক। সকাল ১০ টায় বয়ান করেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। সাড়ে ১১ টায় বয়ান করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা ফারুক, তিনিই পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ইজতেমা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। যার কারণে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে তিনদিনব্যাপী ইজতেমা সম্পন্ন হয়েছে।লিমন বাসার/এএম/আরআইপি