দেশজুড়ে

নোয়াখালীতে পুনরায় মনোনয়ন পেলেন এবিএম জাফর উল্যা

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধা ডা. এ বিএম জাফর উল্যাকে পুনরায় মনোনয়ন দেয়া হয়েছে।

এ খবরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে  ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে চৌমুহনী গণমিলনায়তন চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ সেনবাগ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, জেলা আওয়াম লীগের সদস্য বিনয় কিশোর রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদসহ জেলা  উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।মিজানুর রহমান/এএম