ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছন্ন হওয়ার পৌনে এক ঘণ্টা পর ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বিচ্ছিন্ন বগি সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জাগো নিউজকে বলেন, রাত সোয়া ৮টার দিকে আশুগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটির চারটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছন্ন হয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনটি মেঘনা সেতু অতিক্রম করে ভৈরববাজার জংশনে চলে গেলে পুনরায় ট্রেনটিকে আশুগঞ্জ স্টেশনে ফেরত এনে বিচ্ছন্ন হওয়া বগি সংযুক্ত করা হয়। এরপর রাত ৯টার দিকে ট্রেনটি আশুগঞ্জ ছেড়ে যাওয়ার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।আজিজুল সঞ্চয়/এএম