নাটোরের সিংড়ায় মোজাফর হোসেন মোজাই নামে সাবেক এক ইউপি সদস্য ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ দুইজনকে গ্রেফতার করছে র্যাব। সোমবার ভোরে সিংড়া উপজলোর জামতলি বাজার এলাকা থকে তাদের গ্রফেতার করা হয়। আটকরা আপন দুই ভাই এবং সিংড়া উপজেলার বড়গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংড়া উপজলোর নাটোর-বগুড়া মহাসড়কের জামতলি বাজারের বাঁশের ব্রিজ এলাকায় অভিযান চালায় র্যাব-৫-এর একটি দল। এ সময় মোজাই হত্যার মূল পরিকল্পনাকারী বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার ভাই ইয়াসনিকে গ্রেফতার করা হয়। পরে তাদরে কাছ থেকে দুটি বিদেশি রিভালবার, আটটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব। উল্লেখ্য, গত ৫ আগস্ট ভোর রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মোজাফর হোসেন ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রেজাউল করিম রেজা/এফএ/এনএইচ/এমএস