টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিহাতী উপজেলার ইবনে সাঈদ (৫২), সদর উপজেলার সুজন মিয়া (২৬), সালেক ইবনে জামান (৫০) এবং আলাউদ্দিন (৩৮)।সোমবার দুপুরে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, অভিযানে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে দণ্ডবিধি ১৮৮ ধারায় আটক চার দালালের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। আরিফ উর রহমান টগর/এএম/পিআর