লক্ষ্মীপুরের কমলনগরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে হুমায়ুন কবিরকে (১৬) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন। হুমায়ুন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের রুহুল আমিনের ছেলে ও তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির অনিয়মিত ছাত্র।হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা বলেন, হুমায়ুন কবির একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রাসহ প্রধান শিক্ষক তাকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। কাজল কায়েস/আরএআর/পিআর