সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মধু আহরণ করার সময় চাচা ও ভাতিজাকে গ্রেফতার করেছে বনরক্ষীরা। সোমবার তাদের গ্রেফতার করা হয়।বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তার নেতৃত্বে সোমবার দুপুরে বনের ২৫নং কম্পার্টমেন্টের কেওড়াতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মৃত. ফয়েজ হাওলাদারের ছেলে গফ্ফার হাওলাদার (৬৫) ও তার ভাতিজা সাত্তার হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদারকে (৫০) গ্রেফতার করে। স্টেশন কর্মকর্তা একেএম আজাদ কবির জানান, গ্রেফতারদের ধরতে প্রথমে দু’রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তাদের কাছ থেকে দা, কন্টেইনার, ২টি খড়ের বস্তা, ২টি দিয়াশলাইসহ মধু আহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়ে। দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শওকত আলী বাবু/এএম