দেশজুড়ে

কুলিয়ারচরে বাসচাপায় নিহত ২

ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের কুলিয়ারচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন উল্টে দিলীপ মিয়া (২০) ও আলী হোসেন (২০) নামে দুইজন নিহত হয়েছেন।সোমবার বিকেল ৩টার দিকে কুলিয়ারচরের মনোহরপুরে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে নসিমন চালক দিলীপ মিয়া জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকার আরিছ মিয়ার ছেলে এবং তার সহযোগী আলী হোসেন কটিয়াদী উপজেলার জুয়াইরা এলাকার মৃত খোকন মিয়ার ছেলে।ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত নসিমন ও যাত্রীসহ বাসটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।আসাদুজ্জামান ফারুক/এএম