দেশজুড়ে

বসন্তের কোকিলদের চিহ্নিত করতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন আসলে বসন্তের কোকিলে দল ভরে যায় আবার নির্বাচন শেষে তারা চলে যান। এসব বসন্তের কোকিলদের চিহ্নিত করতে হবে।মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলের ভেতর কোনো ব্যক্তি উপ-দল গঠন করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। উন্নয়নের মাধ্যমে পাহাড়ের দারিদ্র্যকে জাদুঘরে পাঠিয়ে দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, পাহাড়ি জনপদের মানুষ আর পিছিয়ে থাকবে না। সামনের দিকে এগিয়ে যাবেই। অন্ধকার শেষে আলো আসবে।খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী প্রমুখ।  গণসংবর্ধনা মঞ্চে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ফুলে সাজানো নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি