দেশজুড়ে

বরগুনায় ৩০ হাজার পিস চিংড়ি পোনা জব্দ

বরগুনায় ৩০ হাজার পিস গলদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকা থেকে এ পোনা জব্দ করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশানবাড়িয়া এলাকার বিষখালী নদীতে থাকা একটি নৌকা থেকে পাচারের জন্য তীরে উঠানোর সময় পোনাগুলো জব্দ করা হয়।এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় কোস্টগার্ড।জব্দ করা পোনা বরগুনা জেলা মৎস্য বিভাগের মাধ্যমে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হবে।মিরাজ/এমএএস/আরআইপি