দেশজুড়ে

লোহাগড়ায় ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. জাকির হোসেন নামে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল ও চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা পারভিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রোপাইটর ভুয়া ডাক্তার মো. জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকায় ডাক্তারি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো।ম্যাজিস্ট্রেট সালমা পারভিন জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার কোনো ডাক্তারি সনদ, নিবন্ধন ও কোনো যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা না থাকায় তাকে জরিমানা ও দণ্ড দেয়া হয়েছে। হাফিজুল নিলু/এমএএস/আরআইপি