দেশজুড়ে

স্বামী হত্যায় পলাতক স্ত্রী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বামীকে হত্যার পরে পলাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রামের নিজ ঘর থেকে শাহাদতের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামীকে রাতে হত্যার পর স্ত্রী শাহিদা আক্তার পালিয়ে যান।বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে নিহতের স্ত্রী শাহিদাকে একই উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার এলাকা থেকে ভগ্নিপতি মফিজুল শেখের বাড়ি থেকে আটক করা হয়। এ সময় সময় তার ভগ্নিপতি মফিজুলকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। তবে অন্য কেউ হত্যাকাণ্ডে সহযোগী ছিল কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।মঙ্গলবার রাতের কোনো এক সময় স্বামী কৃষক শাহাদত দেওয়ানকে (৪৭) কুপিয়ে হত্যা করে পালিয়ে যান স্ত্রী শাহিদা।ফরিদপুর প্রতিনিধি/এএম