দেশজুড়ে

শেরপুরে হাতির আক্রমণে আদিবাসী নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া গ্রামে একপাল হাতির আক্রমণে উত্তম সাংমা (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মদন মারাকের ছেলে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বুধবার রাত ৭টার দিকে খাবারের সন্ধানে এসে একপাল বন্যহাতি সন্ধ্যাকুড়া গ্রামের ধানক্ষেত ও বসতভিটায় তাণ্ডব চালায়।এসময় হাতি তাড়াতে গেলে কৃষক উত্তমকে হাতির পাল আক্রমণ করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার শেরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় সে মারা যায়।শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।হাকিম বাবুল/বিএ