শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের কৃষক হাবিবুর রহমান বেপারীর ২০ মণ পাটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কৃষক হাবিবুর রহমান বেপারী জানান, এলাকার কৃষকদের কাছ থেকে ১২০ শতক জমি নিয়ে অনেক পরিশ্রম করে পাট রোপন করেছিলাম। এ বছর ১২০ শতক জমিতে ২০ মণ পাট হয়েছে। বৃহস্পতিবার আংগরিয়া বাজার বিক্রি করবো বলে বুধবার বিকেলে পাট মেপে রেখেছিলাম। কিন্তু বুধবার রাতে কে বা কারা আমার পাটে আগুন দিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করবো। প্রতিবেশী রাজ্জাক বেপারী ও জাকির বেপারী বলেন, আগুন লাগার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।ছগির হোসেন/এআরএ/আরআইপি