বর্তমান সরকার বাকশালকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। বৃহস্পতিবার ঝালকাঠিতে জেলা বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করায় তিনি এ মন্তব্য করেন। পরে রাজাপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের বাসার সামনের আঙিনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহবুবুর রহমান বলেন, ঝালকাঠি আসছি জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে শেরেবাংলা একে ফজলুল হক ও স্বাধীনতা যুদ্ধে ৯ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শাহজাহান ওমর বীর উত্তমকে সম্মাননা জানাতে। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আসছি রাজাপুরে যেখানে এ বীর পুরুষের জন্মস্থান, সেখানে আমাদের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। তিনি বলেন, কোনো উন্মুক্ত স্থানে আমাদের সম্মেলন করতে দেয়া হয়নি। আমরা একটি বাড়ির আঙিনায় সম্মেলন করছি। সেখানে আমাদের মাইক বন্ধ করে ব্যানার অপসারণ করা হয়েছে। রাজনৈতিক বক্তৃতা দিতেও নিষেধ করা হয়েছে। বিজয়ের মাসের প্রথম দিনে এমন পরাধীনতা মানা যায় না।মাহবুবুর রহমান বলেন, আমাদের মাইক নিয়ে যাওয়া হয়েছে। এখন মুখে কথা বলবো। যখন দেখবো আমাদের মুখও চেপে ধরেছে তখন আমরা হৃদয়ের ভাষায় কথা বলবো। তিনি বলেন, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, যখন মানুষ ধৈর্যহারা হয়ে যায় তখন অস্থিরতা চলে আসে। একপর্যায়ে উত্তাল হয়ে সবকিছু ধ্বংস হয়ে যায়। ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুকে সভাপতি, মিঞা আহমেদ কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মনিরুল ইসলাম নূপুরকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে যুগ্ম সম্পাদক ও মেহেদী হাসান বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।মোঃ আতিকুর রহমান/আরএআর/পিআর