ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের জামিনের বিষয়ে দ্বিতীয় শুনানি হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে রসরাজের জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের শুনানি ৩ জানুয়ারী ২০১৭ তারিখে ধার্য করেন।এদিকে নাসিরনগরে হামলার ঘটনায় হওয়া মামলায় প্রথমদফায় গ্রেফতার হওয়া দুজনের জামিন হয়েছে। জামিনপ্রাপ্তরা হলেন নাসিরনগরে উপজেলার উজ্জ্বল ও হৃদয়। রসরাজের আইনজীবী মো. নাসির মিয়া জানান, রসরাজের জামিনের জন্য আগেই আদালতের কাছে আবেদন করা ছিল। বৃহস্পতিবার জামিনের বিষয়ে শুনানির জন্য ধার্য থাকে। আমরা রসরাজের জামিনের শুনানিতে অংশগ্রহণ করি।আদালত তার বিষয়ে সবকিছু শুনেন এবং ফরেনসিক রিপোর্টের আসা সাপেক্ষে ৩ জানুয়ারী শুনানির দিন ধার্য করেন। আশা করি সেদিন রসরাজের জামিন হবে। কারণ ফরেনসিক রিপোর্টে রসরাজের ব্যবহৃত মোবাইল থেকে এই ছবি পোস্ট করার কোনো আলামত পাওয়া যায়নি। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ২৮ অক্টোবর রসরাজ দাসের আউডি ব্যবহার করে পবিত্র কাবা শরিফ নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। পরে এলাকাবাসী ওই ছবি ফেসবুকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ। আজিজুল সঞ্চয়/এএম/পিআর