দেশজুড়ে

কিশোরগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা

কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা।দুপুরে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক মো. জিল্লুর রহমান। একই পদে মনোনয়াত্র জমা দেন যুবলীগ নেতা আশিক জামান এলিন।এছাড়া সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরা জেলা নির্বাচন অফিস এবং বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দুইজন চেয়ারম্যান ও ৬০ জন মেম্বার ও সংরক্ষিত আসনে ৮ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৩টি উপজেলার ১৫টি ওয়ার্ডে এক হাজার ৫৪৩ জন নির্বাচিত প্রতিনিধি ভোট দেবেন। নির্বাচনে একজন চেয়ারম্যান ছাড়াও ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসেন ৮ জন নারী সদস্য নির্বাচিত হবেন।নূর মোহাম্মদ/এএম/পিআর