ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেছেন, নাসিরনগরের পরিবেশ পুরোপুরি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। রসরাজের পরিবার এখন তাদের বাড়িতে ফিরে আসতে পারেন। তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেয়া হবে।শনিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি জাগো নিউজকে এ কথা বলেন।তিনি বলেন, আমরা জানতে পেরেছি রসরাজের বাবা-মা ও ভাই শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন। তারা ইচ্ছে করলেই গ্রামে ফিরতে পারেন। তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেবে জেলা পুলিশ।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রসরাজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমমাননার পোস্টটি না করা হলেও তার ফেসবুক আইডি থেকেই পোস্ট করা হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রসরাজের জামিনের বিষয়টি এখন আদালতের ব্যাপার। তবে আমাদের তদন্ত কাজ এখনো চলছে। তদন্তে আমরা অনেকদূর এগিয়েছি।উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লীতে হামলা চালায়। এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারো উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ছয়টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে এখন পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস