দেশজুড়ে

বাসযাত্রীর মোজার ভেতরে ৫৯ ভরি স্বর্ণ

ফরিদপুরের মধুখালী উপজেলায় হাবিবুর রহমান নামে এক বাসযাত্রীর পায়ের মোজার ভেতর থেকে ৫৯ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের মূল্য ২৩ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিবুর (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করা হয়।শনিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরের নেতৃত্বে পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাস এইচআর পরিবহনে (যশোর-ব-১১-০১৩৯) তল্লাশি চালিয়ে চোরাকারবারি মো. হাবিবুর রহমানের পায়ে পরিহিত বিশেষ মোজার মধ্য থেকে ৫৯ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তিনি জানান, ওই ব্যক্তি স্বর্ণগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।এস.এম. তরুন/এএম