দেশজুড়ে

নারী পুলিশ কনস্টেবলকে ইভটিজিং : যুবকের কারাদণ্ড

সুনামগঞ্জে নারী পুলিশ কনস্টেবলকে ইভটিজিংয়ের দায়ে তোহা আহমেদ (২৪) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইজার মোহাম্মদ ফারাবী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তোহা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শাখাইতি ইউনিয়নের জীবধারা গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইজার মোহাম্মদ ফারাবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তোহা তার বন্ধুর সঙ্গে রিকশায় চড়ে যাওয়ার পথে জেলা শহরের বকপয়েন্ট এলাকায় দায়িত্বরত নারী পুলিশ কনস্টেবলকে উদ্দেশ্যে অশালীন ও অশোভন এবং শারীরিক অঙ্গভঙ্গি করেন। এমনকি আঁচারের প্যাকেট ওই নারী কনস্টেবলকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারেন। সহযোগী অপর পুলিশ সদস্যরা রিকশার পিছু ধাওয়া করলে তোহাকে আটক করা হয়। এসময় তোহার বন্ধু পালিয়ে যায়। পরে তোহা আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর আদালত তোহাকে একমাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।  রাজু আহমেদ রমজান/এআরএ/আরআইপি