দেশজুড়ে

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন ঘোষ (২০) ও রাজন ঘোষ (৩০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।রোববার সকালে কুলিয়ারচর উপজেলার ঘুষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের রনজিৎ ঘোষের ছেলে।কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উঠানে জিআই তারে কাপড় মেলতে গিয়ে প্রতিবেশী এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে সুজন দা দিয়ে ওই তার কাটতে গিয়ে ও পরে সুজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই রাজন বিদ্যুৎস্পৃষ্ট হন।আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে কুলিয়ারচর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নূর মোহাম্মদ/এফএ/এমএস