নড়াইলে বিশেষ অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, গ্রেফতার ৪৯ জনের মধ্যে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বাকিরা বিভিন্ন থানায় মামলা ও অভিযোগের আসামি। এর মধ্যে নড়াইলের ২৪, লোহাগড়ার ১১, নড়াগাতির ৮ এবং ৬ জন কালিয়ার বাসিন্দা। এ সময় ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাফিজুল নিলু/এফএ/এনএইচ/আরআইপি