দেশজুড়ে

দেয়ালজুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি

এক ঝাঁক তরুণ-তরুণী। সবার বয়স ২০ থেকে ৩০ এর কোঠায়। তারা স্বপ্ন দেখেন পরিচ্ছন্ন ও আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গড়ার। ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটির প্রতিটি সদস্যের চোখেই আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গড়ার স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টাও করে যাচ্ছেন তারা। প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে গত ঈদ-উল আজহায় ঈদের উপহার হিসেবে ডাস্টবিন উপহার দিয়েছিল সংগঠনটি। এবার বিজয়ের মাসে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে তারা একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর বিজ্ঞাপনমুক্ত করে রঙ্গীন করার কর্মসূচি হাতে নিয়েছে।রোববার বিকেলে শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল চত্বরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমান প্রাচীরের ব্লকগুলো বিজ্ঞাপনমুক্ত করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধের ছবি আঁকা হচ্ছে। চিত্রশিল্পীদের ছবি আঁকা কার্যক্রম তদারকি করছেন সমন্বয়ক কাজল সাহা, সহ-সমন্বয়ক জেবিন ইসলাম ও শাকিলা জাফর জেসি। ইতোমধ্যে ৫০টির মতো ব্লকে ছবি আঁকা শেষ হয়েছে। আরও বেশ কিছু ব্লকে ছবি আঁকার কাজ চলছে। মুক্তিযুদ্ধের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, ভাষা আন্দোলন, উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান উস্তাদ আলাউদ্দিন খাঁ, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রানাথ দত্তের ছবিও আঁকা হয়েছে। ছবি আঁকায় সহযোগিতা করছে শিশু নাট্যম নামে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি সংগঠন। আগামী ৮ ডিসেম্বর সকাল ৮টা ৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার ৮ জন বিশিষ্ট ব্যক্তি ‘রঙ্গীন হবে আমাদের স্কুল’ শিরোনামের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।সংগঠন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ জুলাই Wish For Better Brahmanbaria নামে ফেসবুকে একটি গ্রুপ পেজ খোলেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিবর্ধন রায় ইমন। এক পর্যায়ে Wish For Better Brahmanbaria বদলে গিয়ে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে রূপ নেয়। বর্তমানে এ সংগঠনের সক্রিয় সদস্য শতাধিক। ফেসবুকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা ছাড়াও বহির্বিশ্ব থেকে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার সদস্য।সম্প্রতি ‘গ্রিন ব্রাহ্মণবাড়িয়া’ শিরোনামে জেলার বিভিন্ন স্থানে তিন হাজার বৃক্ষরোপণ করে সংগঠনটি। ইতোমধ্যে উইকিপিডিয়া বা বিশ্ব তথ্যকোষে ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য সমৃদ্ধ করতে উইকিপিডিয়ার সঙ্গে একটি যৌথ কর্মশালা এবং  গত বছরের ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬২টি ব্লক বিজ্ঞাপনমুক্ত করে সেখানে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের চেতনাভিত্তিক ও বিভিন্ন জনসচেতনাতামূলক ছবি আঁকা হয়।এ ব্যাপারে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমন জাগো নিউজকে বলেন, আমরা রঙ্গীনভাবে আমাদের মুক্ত দিবস পালন করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছর আমরা একটি করে বিদ্যালয়ের সীমানা প্রচীর বিজ্ঞাপন মুক্ত করে রঙ্গীন করে দেবো। আধুনিক ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ার জন্যই আমারা কাজ করে যাচ্ছি। তিনি আরও জানান, এবার রঙ্গীন হবে আমাদের স্কুল। এ কার্যক্রমের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, অভিনেতা ইরেশ জাকের, ভাষা সৈনিকের উত্তরসূরি রমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সমাজ সেবক ফিরোজুর রহমান ওলিও, মুক্তিযোদ্ধা মো. শাজাহান, সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলাইমান সুখন ও গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত।আজিজুল সঞ্চয়/আরএআর/জেআই