মেহেরপুরের গাঙনী উপজেলার মটমুড়া গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ যুবক নিহত হয়েছেন। নিহতরা চাঁদাবাজ বলে দাবি করেছে পুলিশ।মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, ২ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন, গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ফকির মহাম্মদের ছেলে তুহিন হোসেন (১৭), মানিকদিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে মহিবুল ইসলাম (২৪) ও আলতাফ হোসেনের ছেলে তাজমুল ইসলাম (২৭)। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতরা এলাকায় চাঁদাবাজী ও ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মটমুড়া গ্রামের একতা ইটভাটা মালিক খবির উদ্দীনসহ কয়েকটি ইটভাটা মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে অজ্ঞাত চাঁদাবাজরা। আজ ভোরের দিকে একতা ইটভাটায় ২০-২৫ জন অস্ত্রধারী চাঁদাবাজ হানা দিয়ে চাঁদা আদায়ের চেষ্ট করে।এসময় পুলিশ পৌঁছালে তারা দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে চাঁদাবাজরা পিছু হটলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।এফএ/পিআর