লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি পীরজাদা সোহরাব হোসেনকে মারধর ও তার মা দেলোয়ারা বেগমকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি আজাদ খাঁন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতের বিচারক মো. দাউদ হাছান আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আজাদ খাঁন এনসিসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার সিনিয়র অফিসার ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আক্কাস খাঁনের ছেলে। সোমবার সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, রায়পুরের দেনায়েতপুর এলাকার টিসি সড়কে ছাত্রলীগ নেতা সোহরাবদের ঘরে পূর্ব শত্রতার জের ধরে গত ১৩ আগস্ট সকালে ব্যাংক কর্মকর্তা আজাদ খাঁন সবুজ ৫ সহযোগীকে নিয়ে ডুকে পড়েন। এ সময় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে সোহরাবের মা দেলোয়ারা বেগমকে কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে সোহরাবকেও পেটানো হয়। পরে তারা ঘরে ভাঙচুর ও মালামাল তছনছ করে।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সোহরাবের বোন সুমি আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি নথিভুক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক সৈয়দ মোহাম্মদ নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি আজাদ খাঁনকে গ্রেফতারের পর রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কাজল কায়েস/এএম/জেআই