দেশজুড়ে

রিকশার চাকায় প্রাণ গে‌লো ব্যবসা‌য়ীর

‌কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে অ‌টোরিকশার চাকায় গামছা পেঁচিয়ে মা‌নিক মু‌ন্সি (৬৫) না‌মে এক ফল ব্যবসা‌য়ীর মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে।মঙ্গলবার সন্ধ্যার দি‌কে কি‌শোরগঞ্জ-জঙ্গলবা‌ড়ি সড়‌কের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।‌ নিহত মা‌নিক মু‌ন্সি ক‌রিমগঞ্জ উপ‌জেলার কা‌দির জঙ্গল ইউ‌নিয়‌নের সাতারপুর গ্রা‌মের মৃত ত‌সির উ‌দ্দি‌নের ছে‌লে।ক‌রিমগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা জা‌কির রাব্বানী ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, নিহত মা‌নিক মু‌ন্সি তাবলীগ জামায়া‌তের অামির। ট‌ঙ্গি থে‌কে তাবলীগ জামায়া‌ত শে‌ষে তি‌নি কি‌শোরগঞ্জ অা‌সেন।কি‌শোরগঞ্জ থে‌কে এক‌টি  ব্যাটা‌রিচা‌লিত অ‌টোরিকশায় চ‌ড়ে বা‌ড়ি‌তে যা‌চ্ছি‌লেন। পাঠানপাড়া এলাকায় তার গলায় থাকা গামছা অ‌টো‌রিকসায় জড়ি‌য়ে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ/এএম ‌