দেশজুড়ে

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় বাস-ট্টাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘনাট ঘটে।নিহতদের মধ্যে মুফতি সাইফুল্লাহ (৪০) নামে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। নিহত ও আহতরা সবাই পটুখালীর খেপুপাড়া ও মহিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুর রহমান জানান, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে তাবলীগ জামায়াতের ৪৬ জন মুসল্লি নিয়ে ইসলাম পরিবহনের একটি বাস পটুখালী যাচ্ছিল। বিপরীতমুখি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে বাসটি রাস্তার ওপর উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে একজন (অজ্ঞাত) এবং ঢাকায় নেয়ার পথে মুফতি সাইফুল্লাহ মারা যান। আহতদের মধ্যে ৩১ জনকে মানিকগঞ্জ সদর হাসাপাতাল ও ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো গুরুতর আহতরা হলেন- গোলাম কিবরিয়া (৫০), রাসেল (২২), আবদুল হাদি (৮০), আবদুল ওয়াহাব (৬৫), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার (৪০), শেখ শাহজাহান (৬৫) ও ফেরদৌস (২৪)। বি এম খোরশেদ/এফএ/পিআর