ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে এ ফেরি চলাচল শুরু হয়।এর আগে বুধবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ছোট বড় যানবাহন অাটকা পড়েছে।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি।পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমতে থাকলে পুনরায় ফেরি চলাচল আবার শুরু করা হয়।এফএ/পিআর