পুলিশ হেফাজতে হত্যা মামলার আসামি পলায়নের ঘটনায় নাটোরের ৪ পুলিশ সদস্যকে সায়মিক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার তাদের সায়মিক বরখাস্তের আদেশ দেন। বুধবার সকালে নাটোর কারাগার থেকে হত্যা মামলার আসামি শামিম হোসেনকে নায়ারয়গঞ্জ আদালতে হাজিরার জন্য নিয়ে যাচ্ছিলেন পুলিশ লাইনের উপ-পরিদর্শক এহতেশাম হোসেনসহ ৪পুলিশ সদস্য। পথে ঢাকা আরিচা মহাসড়কের আমীন বাজার এলাকায় ডান্ডাবেড়ি খুলে পালিয়ে যায় আসামি শামিম হোসেন। এই ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। পরে রাতেই দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইনের উপ-পরিদর্শক এহতেশাম হোসেন, কনস্টেবল রাশেদুল ইসলাম, আবুল কালাম এবং মিজানুর রহমানকে সায়মিক বরখাস্ত করা হয়।রেজাউল করিম রেজা/এফএ/জেআই