দুর্নীতিবিরোধী কার্যক্রমে অবদান রাখায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সম্মাননা পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সানী ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৬’ অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।এ বছর টিআইবি দু্র্নীতিবিরোধী কার্যক্রমে অবদান রাখায় সচেতন নাগরিক কমিটির (সনাক) ৪৫ অঞ্চলের সেরা পাঁচজন করে সেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।এদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহষ্পতিবার শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি দিবস। টিআইবির সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি পরবর্তী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।এ সময় সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সভাপতি এম এ হাকাম হীরা, সাধারণ সম্পাদক এম এ মান্নান সোহেল, সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া, মাহফুজুর রহমান সোহাগ, সমাজকর্মী এম এ রায়হান ও টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ।হাকিম বাবুল/আরএস/পিআর