দেশজুড়ে

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।আসিফ ইকবাল/এএম/পিআর