দেশজুড়ে

নির্ধারিত সময়ের আগেই দেশে মধ্যম আয়ে উন্নীত হবে

নির্ধারিত সময়ের আগেই দেশ মধ্যম আয়ে উন্নীত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ২০৪১ সালের আগেই যেন আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পদার্পণ করতে পারি সেজন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলার মানুষ উন্নয়নের মুখ দেখেনি। যতবারই শেখ হাসিনা সরকার গঠন করেছে ততবারই এদেশে উন্নয়ন হয়েছে। আর সে কারণেই বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম স্থানে রয়েছেন।এসময় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সর্বক্ষেত্র উন্নয়নের যে ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গণেও। ফরিদপুর স্টেডিয়ামকে আধুনিকায়ন করে শেখ জামাল স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক মানের গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।এস,এম, তরুন/এআরএ/এমএস