দেশজুড়ে

ডিমলায় মানবাধিকার দিবস পালিত

নীলফামারীর ডিমলায় শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি র্যালি বের করে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়মেন্ট ডেভেলপয়েন্ট সোসাইটি (হিডস)। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে ডিমলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। হিউম্যান রাইটস নীলফামারীর চেয়ারম্যান মাহাবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর চিফ কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম সিরাজ, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, অ্যাড. দিবাকর দেব সিংহ, মানবাধিকার কর্মী জাহানারা বেগম, তৈহিদা জ্যোতি, ডিমলা প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।জাহেদুল ইসলাম/এফএ/এমএস