আন্তর্জাতিক

নোবেলজয়ীদের হাতে পুরস্কার উঠছে আজ

স্ক্যান্ডিনেভিয়ায় আজ নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিশ্ব বিখ্যাত পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল বিজয়ীদের হাতে স্থানীয় সময় শনিবার রাতে পুরস্কার তুলে দেয়া হবে। নোবেল বিজয়ীরা ছাড়াও সারা বিশ্ব থেকে বহু অতিথি এই চোখ ধাঁধানো মনোরম অনুষ্ঠান উপভোগ করবেন।  বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যারা নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আজ তাদের জন্য একটি স্মরণীয় দিন। তবে এ বছরের নোবেল বিতরণী অনুষ্ঠান কিছুটা ব্যাতিক্রমী হবে। কারণ এবার সাহিত্যে নোবেল বিজয়ী বব ডিলান পুরস্কার নিতে আসবেন না। এই মার্কিন গীতিকার ও গায়ক ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে তার তরফ থেকে অনুষ্ঠানের জন্য একটি লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ একজন পাঠ করে শোনাবেন। বব ডিলান অনুষ্ঠানে আসছেন না বলে কিছুটা আক্ষেপ থেকেই যাবে।সুইডেনের রাজা কার্ল গুস্তাফ এ বছরের বিজয়ীদের হাতে তুলে দেবেন স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেবেন। টিটিএন/এমএস