দেশজুড়ে

পটুয়াখালীতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

পটুয়াখালী সদর উপজেলার পায়রাগঞ্জ ফেরীঘাট এলাকায় আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান বাজারের ব্যবসায়ী ইউসুফ খান। ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বাবুল হাওলাদার, সিদ্দিক হাওলাদার, আব্দুর রব হাওলাদার, বারেক চৌকিদারের চায়ের দোকান, উজির সিকদারের ইলেক্ট্রনিক্সের দোকান, আল-আমিনের খাবারের হোটেল, মিজান হাওলাদারের ফলের দোকান উল্লেখযোগ্য। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম সরোয়ার জানান, ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস