দেশজুড়ে

এমপি রাব্বানীর গাড়িচালক অপহৃত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম রাব্বানীর গাড়িচালক নুরে আলম পিন্টুকে (৩৩) অপহরণ করা হয়েছে।শিবগঞ্জ পৌরসভার সামনে থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা অপহরণ করে বলে তার বাবা আব্দুল মোকিম মাস্টার জানিয়েছেন।অপহৃত পিন্টুর বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে। তবে তিনি শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গায় পরিবার নিয়ে বসবাস করতেন।পিন্টুর বাবা আব্দুল মোকিম মাস্টার বলেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে শিবগঞ্জ বাজারের কয়েকজনের সঙ্গে পিন্টুর ঝামেলা চলছিল। পিন্টু ওইসব লোকের কাছে টাকা পেতো।রোববার দুপুরে শিবগঞ্জ পৌরসভায় দুই পক্ষের মধ্যে সালিশ-বৈঠক হওয়ার কথা ছিল। সালিশের জন্য বেলা সাড়ে ১১টার দিকে পিন্টু তার সঙ্গী বেনজিরকে নিয়ে পৌরসভায় যাচ্ছিলেন। এ সময় পৌরসভার প্রবেশমুখে একটি সোনালি রঙের মাইক্রোবাস থেকে ৪-৫ জন নেমে জোর করে পিন্টুকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে ফেলে।পিন্টুর সঙ্গী বেনজির চিৎকার করলে মাইক্রোবাসটি পিন্টুকে নিয়ে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে উঠে দ্রুত নগরের দিকে চলে যায়।তিনি বলেন, পিন্টু গত কয়েক বছর ধরে এমপি রাব্বানীর গাড়িচালক হিসেবে চাকরি করছেন। কিছুদিন আগে টাকা-পয়সা নিয়ে এমপির আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ হলে তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে বিরতি দেয়া হয়।এরপর থেকেই পিন্টুর সঙ্গে এমপির লোকদের ঝামেলা চলছিল বলেও জানান পিন্টুর বাবা আব্দুল মোকিম।শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, পিন্টুর বাবা এ বিষয়ে থানায় অপহরণের অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে। পিন্টুর কাছে অনেকের টাকা-পয়সা পাওয়ার খবর শুনেছি। তবে কারা এ অপহরণের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এএম/এমএস