দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানকে অপহরণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল হোদাকে অপহরণের প্রতিবাদে অবরোধ করেছে স্থানীয়রা।রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে তারা। বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ করায় মহাসড়কের দুইদিকে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। পরে শিবগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জানান, শামসুল হোদাকে তুলে নিয়ে যাওয়ার পর বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর সড়ক অবরোধ তুলে নেয়া হয়। তবে কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তা তাক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে উদ্ধার হওয়া শামসুল হোদা শিবগঞ্জ থানায় রয়েছেন। মোহা. আব্দুল­াহ/এএম