দেশজুড়ে

পঞ্চগড়ে ‘মদনটাক’ উদ্ধার

পঞ্চগড়ের বোদায় ধরা পড়েছে ছোট মদনটাক নামে বড় আকৃতির একটি পাখি। বুধবার বিকেলে বোদা উপজেলার পাথরাজ নদীর তীরে অসুস্থ অবস্থায় ধরা পড়ে। খবর পেয়ে এক বন্যপ্রাণি আলোকচিত্রি পাখিটিকে মদনটাক বলে শনাক্ত করেন। পাখিটিকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসে নিয়ে যায়। বর্তমানে সেটিকে বনবিভাগে রেখে চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।বন্যপ্রাণি বিশেষজ্ঞ সূত্রে জানা যায়, মদনটাক এর ইংরেজি নাম ‘লেসার অ্যাডজুট্যান্ট’ সিকোনিআইদি গোত্রের পাখিটি লম্বায় সাধারনত ৮৭-৯৩ সেন্টিমিটার পর্যন্ত হয়। পায়ের উচ্চতা ১১০ থেকে ১২০ সেন্টিমিটার। মাথার তালু, কপাল ও গলা পালকহীন থাকে। গলা লালচে-হলুদ চমড়ায় আবৃত থাকে। ঠোঁট শক্ত মজবুত এবং রং ময়লাটে হলুদ। স্ত্রী-পুরুষ মদনটাক দেখতে একই রকম। এদের প্রধান খাবার মাছ, শামুক, ইঁদুর, ব্যাঙসহ নান প্রজাতির সরীসৃপ। বাংলাদেশে শুধু সুন্দরবনে হাতে গোনা কয়েকটা বাস করে। বড় মদনটাক ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, মদনটাক পাখিটি প্রতিবেশী দেশ ভারত থেকে নানা কারণে আসতে পারে।বন্যপ্রাণি আলোকচিত্রি ফিরোজ আল সাবাহ জানান, ছোট মদনটাক বাংলাদেশের মহাবিপন্ন আবাসিক পাখি। বাংলাদেশে শুধু সুন্দরবনে হাতে গোনা কয়েকটা বাস করে। বড় মদনটাক ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে।বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল জানান, উদ্ধার করা ছোট মদনদাক পাখিটিকে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।এমএএস/আরআই