আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিনাত অারা ও জেলা নির্বাচন অফিসার মাজারুল ইসলাস প্রমুখ।জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার পেয়েছেন তালগাছ এবং স্বতন্ত্র প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হাসান পিয়াল পেয়েছেন অানারস প্রতীক।পর্যায়ক্রমে অাজ সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।এ নির্বাচনে লড়ছেন ২ জন চেয়ারম্যান, ১৩ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য প্রার্থী।এর অাগে মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যান পদে ২ প্রার্থী ব্যবসায়ী ইমামুজ্জামান চৌধুরী এবং জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, ২ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ৩ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্যাহার করে নিয়েছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে জেলায় ৫টি উপজেলা পরিষদ, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ৫শ ৯৮ জন। রুবেলুর রহমান/এফএ/এমএস