দেশজুড়ে

কিশোরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান।এ পদে অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় সকালে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।একই সময় সংরক্ষিত আসনে ২ জন ও সাধারণ সদস্য পদে আরও দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।এছাড়া সদস্য ও সংরক্ষিত আসনে অবশিষ্ট ৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।নূর মোহাম্মদ/এফএ/আরআইপি